অপহরণ-চাঁদাবাজি মামলায় সাঁথিয়া ছাত্রলীগ নেতাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২৭ জুন ২০২২, ২০:৪৩

অপহরণ ও চাঁদাবাজি মামলায় পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সরদার রুবেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, সাঁথিয়া পৌর এলাকার কোনাবাড়িয়া মহল্লার জামাল উদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা (৩২), একই এলাকার নৃপেন চন্দ্রের ছেলে সন্দ্বীপ কুমার (২৫), চক নন্দনপুর এলাকার জামাল সরদারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুবেল (৩৫), চর ভদ্রকোলা এলাকার আজগর আলীর ছেলে ইয়াছিন আলী (৩৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে মিলন হোসেন (৪৫)।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভদ্রকোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আদম ব্যবসায়ী হেলাল উদ্দিনকে গত রবিবার (২৬ জুন) সন্ধ্যায় মাজগ্রাম বাজার থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানার কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মারপিট করে। জানতে পেরে হেলালের স্বজনরা ৯৯৯ এ ফোন দিলে সাঁথিয়া থানা পুলিশ হেলালকে রাত আটটার দিকে ফেস টু ফেস কার্যালয় থেকে উদ্ধার করে। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাসহ পাঁচজনকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা ছানা ও রুবেলের বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে। সোমবার সকালে আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :