ভেস্তে গেল দিনের প্রথম সেশন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২২, ২২:০৬

তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও সেন্ট লুসিয়ায় বৃষ্টি পড়েছে। তাতেই ভিজেছে আউটফিল্ড। এজন্য চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। এতটাই দেরি যে, চতুর্থ দিনের প্রথম সেশনের পুরো সময়টাই ভেস্তে গেল। কিন্তু একটি বলও মাঠে গড়ালো না। আর এর মধ্যেই চলে এলো লাঞ্চ বিরতি। সবকিছু ঠিকঠাক হলে দ্বিতীয় সেশনে মাঠে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল।

গতকাল তৃতীয় দিন তিনবার বৃষ্টির বাধায় খেলা হয় মাত্র ৫৬.৩ ওভার। বৃষ্টি বিঘ্নিত দিনেও হতাশার মধ্যেই সময় পার করেছে সফররত বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৭৪ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে ১৩৬ রান তুলতেই মূল্যবান ছয়টি উইকেট হারিয়েছে টাইগাররা। তাতেই পড়েছে ইনিংসে হারের শঙ্কায়। ইনিংস হার ঠেকাতে এখও দরকার ৪২ রান।

এর আগের ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিলো রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা তুলেছে ৪০৮ রান। দলের পক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন কাইল মেয়ার্স। এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন দলনেতা ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।

(ঢাকাটাইমস/২৭জুন/ এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :