কমলাপুরে মানুষের হাড়-খুলিসহ আটক ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২২, ২২:৪০
ফাইল ছবি

রাজধানীর কমলাপুর এলাকা থেকে মানুষের ৮৮টি হাড় ও খুলিসহ তিনজনকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ।

আটককৃতরা হলেন- আজিজুর রহমান রুবেল, মনিরুজ্জামান মনির এবং হারুন অর ওরফে রুবেল। তাদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার একটি কবরস্থান থেকে তারা এসব হাড় নিয়ে এসেছেন।

বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, মনিরুজ্জামান মনির ও হারুনর রশিদ রুবেল নামে দুই যুবক পলিথিনে মুড়িয়ে ব্যাগে ভরে হাড়গুলো নিয়ে আসে। তারা বাসে এসেছিল ঢাকায়। এরপর কমলাপুর রেলস্টেশনের সামনে ফুটওভার ব্রিজ দিয়ে মুগদার দিকে যাওয়ার কথা ছিল। এরমধ্যে রেলস্টেশনের পাবলিক টয়লেটের পাশে সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যাগ খুলে হাড় পাওয়া যায়। এরমধ্যে মাথার খুলি, হাত-পায়ের হাড় ইত্যাদি রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে এসআই রিয়াজ মাহমুদ বলেন, তারা আজিজুর রহমান রুবেল নামে একজনের কাছে হাড়গুলো পৌঁছে দিতে এসেছে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আজিজুর রহমান ঢাকার বিভিন্ন জায়গায় মানব কঙ্কাল বা হাড় বিক্রি করেন। অপর দু'জন তার সহযোগী। মূলত বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্রেতা। পড়ালেখার প্রয়োজনেই তাদের কঙ্কাল প্রয়োজন হয়। যদিও দেশে কঙ্কাল বেচাকেনা বৈধ নয়। এই চক্রটি আগেও একাধিকবার কঙ্কাল এনে বিক্রি করেছে।

তাদের দাবি, এজন্য মাথাপিছু এক বা দুই হাজার টাকা পান তারা। তবে একটি কঙ্কাল সাধারণত ২০-৩০ হাজার টাকায় বিক্রি হয়। এ ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডে চাওয়া হবে।

তাদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে ২৯৭,৩৭৮,৪১১, ৩৪ দণ্ডবিধি ধারায় একটি মামলা করেছেন।

ঢাকাটাইমস/২৭জুন/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :