সংগীতশিল্পী আবদুল মান্নান রানার কারাদণ্ড, জানুন কেন

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০২২, ১৪:৫২ | প্রকাশিত : ২৮ জুন ২০২২, ০৮:৫৭

চট্টগ্রামে সংগীতশিল্পী আবদুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রায় এক কোটি ৮৮ লাখ টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে করা মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়।

সোমবার চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি চেক প্রত্যাখ্যানের পৃথক দুটি মামলায় এক বছর করে দুই কছর কারাদণ্ড ছাড়াও চেকের সমপরিমাণ অর্থদণ্ড দেন।

বাদীর আইনজীবী তপন কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকার চেক প্রত্যাখ্যানের পৃথক দুই মামলায় রানাকে এক বছর করে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ড দেন।

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানান এলাকার হারুন আল রশিদ নামের এক ব্যক্তি ২০১৪ সালে আবদুল মান্নান রানার বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের অভিযোগে পৃথক দুটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২৮জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :