সিলেট-কুড়িগ্রাম বানভাসি মানুষের পাশে আলফাডাঙ্গা ক্বওমী ওলামা ঐক্য পরিষদ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১৬:৩৮

বন্যাকবলিত সিলেট-কুড়িগ্রামে পানির স্তর কিছুটা কমে আসলেও সেখানে বসবাসরত লাখো মানুষ হারিয়েছে স্বাভাবিক জীবন যাপনের নূন্যতম সম্বল। বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও রয়ে গেছে সংকট, তৈরি হচ্ছে নিত্য নানান সমস্যা।

এমন পরিস্থিতিতে সিলেট-কুড়িগ্রাম বানভাসি মানুষের কাছে জরুরি সহায়তা নিয়ে পৌঁছে দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী ওলামা ঐক্য পরিষদ।

গত রবিবার রাতে সংগঠনটির সদস্যরা দুটি টিমে বিভক্ত হয়ে সিলেট ও কুড়িগ্রাম পৌঁছান। এরপর সোমবার সকাল থেকে তারা এসব জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন। মঙ্গলবার রাতে এ কার্যক্রম সম্পন্ন হতে পারে।

জরুরি সহায়তার মধ্যে বিভিন্ন নিত্য খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, খাবার পানি, ঔষুধ ও নগদ অর্থ রয়েছে। দুটি স্থানে এসব জরুরি সহায়তা প্রদান করতে সাড়ে চার লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

সিলেট টিমের নেতৃত্বে থাকা আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি মুফতি কুতুবউদ্দিন ফরিদী জানান, 'সিলেট জেলার জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের বন্যাদূর্গত পাঁচ শতাধিক পরিবারকে এ জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে।'

কুড়িগ্রাম টিমের নেতৃত্বে থাকা আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা তামিম আহমেদ জানান, 'কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলার বিভিন্ন স্থানের বন্যাদূর্গত ছয় শতাধিক পরিবারকে এ জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।'

(ঢাকাটাইমস/২৮জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :