ইতিহাস গড়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১৯:৫৬

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট মিশনে নামবে সফররত অস্ট্রেলিয়া দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। আর এই ম্যাচেই ইতিহাস গড়তে চায় অজিরা। কারণ আর মাত্র একটি টেস্ট জিততে পারলেই ক্রিকেটবিশ্বের প্রথম দল হিসেবে চারশতম জয়ের স্বাদ নেবে অস্ট্রেলিয়া।

টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত ৮৪২ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। জিতেছে ৩৯৯টি। আর হেরেছে ২২৬টিতে ও ২১৫টি ম্যাচ করেছে ড্র। এছাড়া ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮১টি জয় আছে ইংল্যান্ডের।

এখন পর্যন্ত ৩১টি টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জয় ১৯টি ও শ্রীলঙ্কার ৪টি এবং ড্র হয়েছে ৮টি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল বুধবার। গলেতে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। আর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৮ জুলাই।

(ঢাকাটাইমস/২৮জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :