এনআরবিসি ব্যাংকের ১৫ শতাংশে বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

প্রকাশ | ২৮ জুন ২০২২, ২১:৪০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি ব্যাংক) লিমিটেডের বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এনআরবিসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে পরিচালনা পর্ষদ আগামী ১৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

(ঢাকাটাইমস/২৮জুন/এসকেএস)