বেনাপোলে ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশ | ২৮ জুন ২০২২, ২২:৩৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

বেনাপোল বিদেশি ভিসা লাগানো ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

 

সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে বিজিবি। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রিপিস ও কসমেটিক্স উদ্ধার করা হয়।

 

আটক ইউসুফ আলী শেখ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার বাষান পোতা গ্রামের আমিন শেখের ছেলে।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার ওপর এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ২টি ব্যাগের মধ্যে ৫টি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২টি প্রকারের কসমেটিকস সামগ্রীসহ তাকে আটক করা হয়।

 

আটক ভারতীয় নাগরিককে জব্দকৃত মালামাল ও ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

 

(ঢাকাটাইমস/২৮জুন/এআর)