ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে ফের আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২২, ০৮:২৯

তিন মাস পর ফের শুরু হলো ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা। মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় এ আলোচনা শুরু হয়েছে। ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি কাতারের কূটনীতিকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর শীর্ষ পরমাণু আলোচক এনরিক মুরার সঙ্গে বৈঠক করেছেন।

তেহরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে যে আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছিল তা গত মার্চ মাসে স্থগিত হয়ে গিয়েছিল। দোহায় মূলত সেই আলোচনাই আবার শুরু হলো। কিন্তু এবার আলোচনা হচ্ছে আমেরিকার সঙ্গে ইরানের; তবে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইরান তার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি। ফলে ইইউর প্রধান আলোচক এনরিক মুরার মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।

বৈঠকে অংশগ্রহণের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি একটি প্রতিনিধিদল নিয়ে দোহায় অবস্থান করছেন। গতকাল থেকে শুরু হয়ে আজ (বুধবার) পর্যন্ত এ আলোচনা চলবে বলে ঘোষণা করা হয়েছে।

আল জাজিরা জানায়, মঙ্গলবার বিকালে দোহা পৌঁছে কাতারের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি দোহা আলোচনায় ইতিবাচক ফল বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে স্বাগতিক কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের এই আলোচনায় ইতিবাচক ফল বেরিয়ে আসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তবে মঙ্গলবার প্রথমদিনের আলোচনায় কী কী বিষয়ে কথা হয়েছে এবং কতদূর অগ্রগতি হয়েছে সে সম্পর্কে কূটনৈতিক সূত্রগুলো থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইরান স্পষ্টভাবে বলেছে, পরমাণু সমঝোতায় দেশটি নিজের দেয়া সব প্রতিশ্রুতি পালন করতে প্রস্তুত রয়েছে; তবে শর্ত হচ্ছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলিও তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে এবং তেহরান ওই সমঝোতা থেকে অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

ঢাকাটাইমস/২৯জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :