আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা: অভিযুক্ত জিতুর বাবা আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৩:১১

সাভারের আশুলিয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম কামরুজ্জামান।

তিনি ঢাকাটাইমসকে বলেন, কলেজ শিক্ষক উৎপল সরকার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আসামি জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

শিক্ষক হত্যাকাণ্ডে মামলার প্রধান আসামি জিতুকেও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

গত শনিবার (২৫জুন) কলেজ প্রাঙ্গণে মেয়েদের ক্রিকেট খেলার সময় দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে জখম করে। পরে সোমবার (২৭জুন) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রবিবার (২৬জুন) সকালে নিহতের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতু এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২৯জুন/এসএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :