পল্লবীতে পাঠাও চালককে গলাকেটে হত্যা, আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৯ জুন ২০২২, ১৪:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর পল্লবীতে যাত্রীবেশে উঠে এক পাঠাও চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাজা মিয়া। এ অভিযুক্ত যাত্রী কাওছার আহমেদকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঢাকাটাইমসকে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশন ধ-ব্লক রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

ওসি পারভেজ ইসলাম বলেন, পল্লবী কালশী রোড থেকে গাবতলী ১৫০ টাকা কন্ট্রাকে যাত্রী কাওছার নিহত পাঠাও চালককে ভাড়া করেন। পরে পল্লবীর ওই স্থানে পৌঁছালে মোটরসাইকেল গতি কমান চালক। সুযোগ বুঝে এন্টিকাটার দিয়ে পেছনে থেকে চালকের গলায় ছুরি চালান কাওছার। পরে তারা চালক মোটরসাইকেল থেকে পড়ে গেলে তার সঙ্গে  থাকা টাকা, মোবাইল ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান কাউছার।

 

ওসি জানান, ওই ঘটনায় রাজধানীর বিরুলীয়া থেকে আজ ভোরেই আসামি কাওছার আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিষয়টি শিকার করেছেন কাওছার। এছাড়া তার হেফাজত থেকে টাকা, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় রাজা মিয়ার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় আজই আসামিকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি।

 

রাতে পাঠাও চালকরা অ্যাপসের মাধ্যমে যাত্রী নেয়ায় উভয়ের জন্যই হুমকি থাকে। তাই রাতে অ্যাপস ছাড়া যাত্রী ও রাইড শেয়ারিং থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান ওসি

 

জানা যায়, পারিবারের সদস্যরা দেনায় জর্জরিত থাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন কাউছার।

 

(ঢাকাটাইমস/২৯জুন/এমআই/এএইচ)