গায়ে আগুন দেয়া মিটফোর্ডের সেই চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৫:৪৬
ফাইল ছবি

রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট রোডের একটি বাসায় পারিবারিক কলহের জেরে নিজের শরীরে হেক্সিসল দিয়ে আগুন লাগিয়ে দেয়া মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক অদিতি সরকার মারা গেছেন।

বুধবার সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের এক নারী চিকিৎসক বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউয়ের ১৮ নম্বর বেডে মারা যান তিনি। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে দগ্ধ চিকিৎসকের স্বামী বলেন, আমার স্ত্রী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। আমি একজন ইঞ্জিনিয়ার। গত শুক্রবার দুপুরে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সে শরীরে হেক্সিসল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়।

ঢাকাটাইমস/২৯জুন/এএইচ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :