নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির শোক

প্রকাশ | ২৯ জুন ২০২২, ১৭:১৩

ঢাকাটাইমস ডেস্ক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বুধবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘নির্মল রঞ্জন গুহ ছিলেন একজন সাহসী সংগঠক ও সংগ্রামী মানুষ । বঙ্গবন্ধুর আদর্শের একজন অকুতোভয় সৈনিক। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। নব্বইয়ের স্বৈরাচার সামরিক সরকারের বিরুদ্ধে যে গণআন্দোলন হয়েছে, সেই আন্দোলনে তিনি অনবদ্য ভূমিকা পালন করেন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নির্মল রঞ্জন গুহের যে অসাধারণ ভূমিকা এবং ত্যাগ উপাচার্য তা শ্রদ্ধাভরে স্মরণ করেন।’

উপাচার্য শোকবার্তায় মরহুমের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, নির্মল রঞ্জন গুহ ২৯ জুন সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১৬ জুন থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)