ডেসটিনির মামলায় চারজন কারাগারে

প্রকাশ | ২৯ জুন ২০২২, ২০:১৭

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

ডেসটিনি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) সাকিবুজ্জামান খানসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তাদের এই আদেশ দেওয়া হয়েছে।

কারাগারে যাওয়া অন্য তিন আসামি হলেন- ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান বেস্ট এভিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোল্লা আল আমিন, হেড অব ফাইন্যান্স কাজী মোহাম্মদ ফজলুর করিম ও সুনীল বরণ কর্মকার।

বুধবার (২৯ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আসামিরা হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন দুদকের পিপি আব্দুস সালাম মীর।  

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১২ মে রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পাশাপাশি আসামিদের ২৩০০ কোটি টাকা জরিমানা করা হয়। রায়ে মেজর সাকিবুজ্জামান খানকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, সুনীল বরণ কর্মকারকে আট বছর কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা, কাজী মোহাম্মদ ফজলুর করিমের পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা এবং মোল্লা আল আমিনের চার বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় অর্থপাচার আইনে পৃথক দুটি মামলা করেন। ২০১৪ সালের ৪ মে দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

(ঢাকাটাইমস/২৯জুন/কেএম)