বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে পুরস্কৃত ঢাকা ওয়াসা

প্রকাশ | ২৯ জুন ২০২২, ২১:২৫

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে ঢাকা ওয়াসা। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই পুরস্কার দেওয়া হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খানের হাতে পুরস্কারের স্মারক ও সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ‌দি‌কে স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৮ দশমিক ৫০ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এই সাফল্য অর্জন করেছে। এজন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আল্লাহ্র কাছে শুকরিয়া জানান। পাশাপাশি ঢাকা ওয়াসার সব কর্মকর্তা/কর্মচারীদের নিরলস কর্ম সম্পাদনের জন্য ধন্যবাদ জানান।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জুন/কেআর/কেএম)