৩৫ বছর পর পরিবারের কাছে মুনাফ, এতদিন কোথায় ছিলেন?

প্রকাশ | ৩০ জুন ২০২২, ০৮:০১ | আপডেট: ৩০ জুন ২০২২, ০৮:১৩

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

 

দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন খাগড়াছড়ির মানিকছড়ির আব্দুল মুনাফ (৭০)। তবে এই সময়ের মধ্যে ১৭ বছরই ছিলেন কারাগারে। অবশেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় দেশে ফিরেছেন তিনি।

উপজেলার ৩নং যোগ্যছলা ইউনিয়নের ফকির টিলা এলাকার মুনাফ ১৯৮৭ সালে স্ত্রী ও দুই সন্তানকে রেখে কাজের ভারতে যান। এরপর   ১৯৮৮ সালে অবৈধ পথে পাকিস্তানের করাচিতে চলে যান। এরপর আর স্ত্রী-সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেননি।

আব্দুল মুনাফ গত বুধবার সকালে একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরেন। সব কার্যক্রম শেষ করে বুধবার বিকেলে রেডক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান ও আরএফএল বিভাগের খাগড়াছড়ি সদস্য আলআমিন, মানিকছড়ি ইউনিটের যুব প্রধান থোয়াই অংপ্রু মারমা ও আবু জাফরসহ একটি প্রতিনিধি দল তাকে খাগড়াছড়িতে পরিবারের কাছে পৌঁছে দেন।

আব্দুল মুনাফ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর আমি পাকিস্তানে অবস্থান করেছি এবং সেখানে প্রায় ১৭ বছর আমি বিভিন্ন কারণে কারাবাস করিণ করি।’

মুনাফের ফিরে আসার খবরে আনন্দের বন্যা বইছে পরিবার ও স্বজনদের মনে। তাকে দেখতে বুধবার বিকেল থেকে তার বাড়িতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী।

 

(ঢাকাটাইমস/৩০জুন/এফএ)