যুগ্ম সচিব হলেন যারা

প্রকাশ | ৩০ জুন ২০২২, ১০:১০ | আপডেট: ৩০ জুন ২০২২, ১০:৪৮

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রশাসনের উপসচিব পদমর্যাদার ৮২ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুজ্জামান ইসলাম খন্দকার স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৭৮ জন দেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে এবং বাকি চারজন বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত রয়েছেন।

এর আগে গত বছরের ২৯ অক্টোবর ২১৩ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয় সরকার। এছাড়া বুধবার সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১৭ জন কর্মকর্তা। 

এদিকে পদোন্নতি পাওয়া ৮২ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। 

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- আ. স. ম আশরাফুল আলম, পরিচল চন্দ্র বসু, মো. শাহ আলম, মুহাম্মদ এনাম চৌধুরী, ড. মুহা. মুনিরুজ্জামান, মো. জাহিদ হোসেন পনির, মো. হায়দার আলী, জামিল আহমেদ, ইলিয়া সুমনা, মো. শহীদুল ইসলাম ভুঞা, এম. এম আরিফ পাশা, মোহাম্মদ বদরুল হক, আনন্দ কুমার বিশ্বাস, সাগরিকা নাসরিন, মো. আব্দুর রশিদ, রথীন্দ্র নাথ দত্ত, মুহাম্মদ শাহাদাত হোসাইন, মোসাম্মাৎ জোহরা খাতুন, মো. আকতার হোসেন আজাদ, এস এম লতিফ, মোছা. হাজেরা খাতুন, মোছা. সুলতানা পারভীন, এ কে এম তারেক, শাহীনুর শাহীন খান, নাঈমা হোসেন, খাদিজা নাজনীন, মো. ফিরোজ উদ্দিন খলিফা, মোহাম্মদ কামরুজ্জামান, মোছা. মাকছুদা আকতার বানু, মোহাম্মদ নূরুল ইসলাম, কাজী শফিকুল আলম, মো. মহসীন, এস এম ফেরদৌস, রিপন চাকমা, মো. মাহমুদুর রহমান হাবিব, তানভীর আহমেদ, আকরামুজ্জামান, ড. দেলোয়ার হোসেন, ড. মো. মনজুরুল ইসলাম, দীপান্বিতা সাহা, ড. মো. তৈয়বুর রহমান, জান্নাত-উল-ফৈরদৌস, সোহেলুর রহমান খান, মো. মনোয়ার হাসান খান, মুহাম্মদ জহুরুল ইসলাম, লুবনা ইয়াসমীন, শাহ ইমাম আলী রেজা, শায়লা শার্মিন জামান, মো. হারুন অর রশিদ, তাহেরা হক, রাহনুমা নাহিদ, মাছুমা আকতার, মো. নাছিমুর রহমান শরীফ, মো. শাহীনুর রহমান, মু. নুরুল আমিন খান, মো. সালাউদ্দিন আহাম্মদ, মো. সামীমুজ্জামান, মো. দিদারুল আলম, ফররুখ আহাম্মদ, মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, মো. আল-আমিন সরকার, মো. মিজানুর হক, শাহানাজ বেগম নীনা, চৌধুরী মো. হামিদ আল মাহবুব, ওয়াহিদা হামিদ, খোন্দকার সিরাজুল ইসলাম, মো. ওসমান ভুইয়া, ড. পীযুষ দত্ত, মো. মুনিরুজ্জামান, মো. আনোয়ার হোসেন, ফেরদৌস বেগম, ইকবাল হোসেন চাকলাদার, এ এস এম শফিউল আলম তালুকদার, হোসনে আরা আক্তার, মোহাম্মদ মনোয়ার উজ জামান, মো. মীর হোসেন, কামরুল হক মারুফ ও মো. মনজির আহমদ।

যুগ্মসচিব হওয়া কর্মকর্তাদের বিস্তারিত তালিকা

(ঢাকাটাইমস/৩০জুন/এসএস/এফএ)