লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ | ৩০ জুন ২০২২, ১০:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আলজাজিরা জানায়, চাদের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পানির অভাবে তারা মারা গেছেন।

প্রথমে মরুভূমি দিয়ে যাওয়ার সময় এক ট্রাক ড্রাইভার এসব মরদেহ দেখতে পান। পরে তিনি উদ্ধারকর্মীদের খবর দেন।

কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান জানিয়েছেন, ওই দলটি প্রায় ১৪ দিন আগে মরুভূমিতে মারা গেছেন।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে দুইজন লিবিয়ার নাগরিক। বাকিরা অভিবাসনপ্রত্যাশী হতে পারে।

(ঢাকাটাইমস/৩০জুন/আরআর)