পদ্মা সেতুর টোল প্লাজায় ঢাকা-কলকাতার বাস থেকে মূর্তিসহ প্রাচীন নিদর্শন জব্দ

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৩:৪৯

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে ঢাকা-কলকাতা রুটের একটি বাস থেকে পুরোনো মূর্তিসহ বেশ কিছু প্রাচীন নিদর্শন জব্দ করা হয়েছে। এ সময় প্রাচীন নিদর্শন নিয়ে আসা বাসের যাত্রী জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১টার দিকে সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে থেকে গ্রিন লাইন পরিবহনের বাস থেকে এসব নিদর্শন জব্দ ও যাত্রীকে আটক করা হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের বাসে অভিযান চালায় পুরিশ। এসময় শত বছরের পুরোনো তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা জব্দ করে পুলিশ। এসব পুরাকীর্তি বহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়। জব্দ করা এসব নিদর্শন পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ।

মূর্তিগুলো কষ্টি পাথরের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

(ঢাকাটাইমস/৩০জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :