সুনামগঞ্জে বাড়ছে পানি, ফের বন্যার অবনতির শঙ্কা

জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ
| আপডেট : ৩০ জুন ২০২২, ১৫:২১ | প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৫:১৭

পানি কিছুটা কমে গত দুদিনে ধরে আবারও সুনামগঞ্জে নদনদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে। বৃষ্টি অব্যাহত থাকায় ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির নতুন করে নিম্নাঞ্চলগুলোর পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে ফেরা মানুষগুলোকে আবারও সেখানেই ফিরতে হবে বলে মনে করছেন অনেকে।

বাপাউবো জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় সুরমা নদীর পানি মাত্র ৫ সেন্টিমিটার (২ ইঞ্চি) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে বন্যার পানি ধীর গতিতে কমায় এখনও অনেকের ঘরবাড়ি থেকে পানি নামেনি। ফলে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি। এরমধ্যে বুধবার থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে জেলায় বন্যা পরিস্থিতি ফের অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকার বাসিন্দারা সুমন আহমেদ বলেন, ‘কয়েক দিন হল পানি কমায় বাসায় আসলাম ঘর গোছাই পারলাম না। আবারও পানি বাড়তে শুরু করেছে। বুজতেছিনা কী করব।’

তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ জানান, বন্যার পানিতে ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতে আবারও পানি বাড়তে শুরু করেছে। গত দুদিন বৃষ্টিও হচ্ছে। এতে করে আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফেরা মানুষগুলো আতংকে আছে।

তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের সূর্য্যেরগাও গ্রামের বাসিন্দা খালেদ মিয়া বলেন, ‘পানি কমায় বাড়িতে এসেছিলাম এখন গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর পাহাড়ি ঢলে পানি বাড়ছে। পানি আবারও বাড়ির কাছা কাছি চলে আসছে। বাড়িতে থাকব না আবারও আশ্রয়কেন্দ্র যাব বুজতেছি না।’

পানি যদি বাড়তেই থাকে তাহলে পানিতে ডুবেই আমাদের মরতে হবে বলে জানান বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আরিফুর রহমান। তিনি বলেন, ‘গত দুই দিনে পানি অনেকটাই কমে গেছিল তবে ঘরের পানিই এখনও নামেনি এর মধ্যে আবার নতুন করে পানি আসলে কোথায় যাব ভেবে পাচ্ছি না।’

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পন্ডুব গ্রামের বাসিন্দা কবির মিয়া বলেন, ‘বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি বাড়ায় গতকাল সকাল থেকে আবার পানি বাড়া শুরু হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে আবারও মনে হচ্ছে সেখানেই যেতে হবে।’

ভারতের মেঘালয়েও বৃষ্টি হচ্ছে বলে জানান, দোয়ারাবাজারের ইউএনও ফারজানা প্রিয়াঙ্কাও। তিনি আরও জানান, সোমবার থেকে এখানে প্রচুর বৃষ্টি হওয়াসহ পাহাড়ি ঢলের পানিতে বাড়তে থাকায় উপজেলার সীমান্তবর্তী খাসিয়ামারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, নদীসংলগ্ন নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি প্রবেশ করছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। এ ছাড়া এখনও যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদের খাবারের ব্যবস্থাও প্রশাসন করছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা করছেন নদীর তীর ও নিচু এলাকার লোকজন।

(ঢাকাটাইমস/৩০জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :