ঝিনাইগাতীতে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্যের পুত্র গ্রেপ্তার

প্রকাশ | ৩০ জুন ২০২২, ১৬:০৫

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবাসহ  সাবেক এক ইউপি সদস্যের পুত্র সাদ্দাম (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল মাদারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নেছার আহমেদ ওরফে তোতার ছেলে। বুধবার দিবাগত রাত  ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুঁইয়ার নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় এএসআই আতিকুর রহমান ও এএসআই নাইমুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব ধানশাইলের মাইটে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর ইয়াবা বেচা-কেনার সময় ১৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত পরিচয়ে অন্য ২ ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত যুবক সাদ্দামের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০(ক)/৪০ ধারা মোতাবেক  মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০জুন/এআর)