র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স বশেমুরবিপ্রবির

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৯:৫২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে র‌্যাগিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিযোগ প্রাপ্তি ও নিষ্পত্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি অনুযায়ী র‌্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয় পরিবার মনে করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের সম্পর্ক হবে অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ। একে অপরকে সহযোগিতা করবে, কেউ কারোর এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হবে না কিংবা শারীরিক-মানসিকভাবে হেয় প্রতিপন্ন করবে না।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিষয়টি অনুসরণ করার জন্য সকলকে বিশেষ অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

(ঢাকাটাইমস/৩০জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :