খোয়াই নদীতে গোসলে নেমে দুইজনের মৃত্যু
প্রকাশ | ৩০ জুন ২০২২, ২১:০৬

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীতে গোসল করতে নেমে নাহিদ (১৫) ও সাগর (২০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেহেদী হাসান তাদের মৃত ঘোষণা করেন।
মৃত নাহিদ যশের আব্দা গ্রামের খেলু মিয়ার পুত্র ও সাগর একই এলাকার সেলিম মিয়ার পুত্র।
জানা যায়, অন্যান্য দিনের মতো তারা পার্শ্ববর্তী মাঠ থেকে খেলা শেষে তিন বন্ধু মিলে খোয়াই নদীতে গোসল করতে নামে। এ সময় এক বন্ধু পাড়ে উঠতে পারলেও মৃত নাহিদ ও সাগর নিখোঁজ হয়। প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/৩০জুন/এআর)