রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

প্রকাশ | ০১ জুলাই ২০২২, ০৯:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পুলিশ কনস্টেবলের ২০ হাজার টাকা ও একটি মোবাইল খোয়া গেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুস সামাদ(৩৪) ডিএমপির প্রটেকশন শাখায় কর্মরত।

আহত অবস্থায় ওই কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

সূত্রে জানা গেছে, শ্যামলী থেকে শুভযাত্রা পরিবহনে গুলিস্তানে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি দামী ফোন নিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির স্টাফরা গুলিস্তান পুলিশ কন্ট্রোল রুমে দিয়ে যান তাকে। এরপর তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পাকস্থলি ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোখলেসুর রহমান বলেন, ‘গুলিস্তানের কন্ট্রোল রুম থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তারপর পাকস্থলি ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

(ঢাকাটাইমস/০১জুলাই/এমআই/এফএ)