বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ২২:০৩

প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকাল চারটার দিকে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নবনির্বাচিত প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. ফরিদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন ২০২২, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি বিভাগের রশিদউদ্দিন সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সারাদেশের ১৮৩ জন নিউরোসার্জন দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই নির্বাচনে ভোট দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ সভাপতি পদে অধ্যাপক ডা. মওদুদুল হক, সহসভাপতি পদে ডা. খায়রুন নবী খান, কোষাধ্যক্ষ পদে ডা. শফিউল আলম, প্রেস ও প্রকাশনা সম্পাদক পদে ডা. ফরিদ রায়হান নির্বাচিত হয়েছেন। এছাড়া, সদস্য পদে নির্বাচিত হন অধ্যাপক ডা. আবুল খায়ের, ডা. ফজলে এলাহী মিলাদ, অধ্যাপক অসিত চন্দ্র সরকার, ডা. জিয়াউদ্দিন, ডা. আহসান হাফিজ এবং ডা. রবিউল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অধ্যাপক আফজাল হোসেন ও সদস্য ছিলেন অধ্যাপক ডা. মির্জা হাফিজুর রহমান রশিদ ও ডা. আসিফুর রহমান বিজু।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত রাষ্ট্রের অভিযাত্রায় নিউরোসার্জারিকে বিশ্বমানের চিকিৎসা সেবায় উন্নীত করতে আমার নিরলস চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশে নিউরোসার্জিক্যাল রোগী-ব্রেইন টিউমার, স্ট্রোক, মাথায় রক্তক্ষরণ, স্পাইনাল টিউমার, ডিক্স প্রোলাপস রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

তিনি আরো বলেন, আমাদের দেশের নিউরোসার্জনগণ অত্যন্ত দক্ষ এবং দেশে নিউরোসার্জিক্যাল ব্রেইন অথবা মেরুদন্ডের সকল অপারেশন সফলভাবেই সম্পন্ন হচ্ছে। শুধু দেশের বিভিন্ন নিউরোসার্জিক্যাল সেন্টারে উন্নত মানের যন্ত্রপাতি সজ্জিত অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ কেয়ার সংযোজিত হলে ব্রেইন ও স্পাইন রোগীদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না।

আগামীতে নিউরোসার্জারি সেবা সব জেলা হাসপাতালে চালু করে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত রোগীদের সহজেই এই সেবার সুযোগ পাবে বলে প্রত্যাশা করেন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

(ঢাকাটাইমস/০১ জুলাই/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :