ঈদের আগেই আসছে ‘ভাইরাল বউ’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ১৩:০৩

গ্রামের মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ছেলে শামীম। অসুস্থ মায়ের পিড়াপিড়িতে বিয়ে করেন পূর্ণতা নামে সুন্দরী এক মেয়েকে। কিন্তু পূর্ণতা স্বামী সংসারের চেয়েও বেশি আসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সেলিব্রেটি হতে চায়, ভাইরাল হতে চায়। এই সুযোগটাই নেয় শামীমের বন্ধু তুর্কি। সেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত।

একদিন পূর্ণতা ভাইরাল হওয়ার নেশায় তুর্কির হাত ধরে পালিয়ে যায়। তুর্কি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। পূর্ণতার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সে বুঝতে পারে সেলিব্রেটি হওয়ার নেশায় সে নিজেকে হারিয়ে ফেলেছে। এদিকে শামীমের অসুস্থ মা-ও যত্নের অভাবে মারা যায়।

এমনই সুন্দর আর শিক্ষামূলক গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘ভাইরাল বউ’। এটির গল্পভাবনা ও নির্বাহী প্রযোজক জহিরুল ইসলাম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাজমুল হাসান। ‘রেইনড্রপ বিডির প্রযোজনায় সম্প্রতি সাভারের বর্ষা শুটিং হাউজে এর দৃশ্যধারণ হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম, পূর্ণতা চৌধুরী, হেদায়েত উল্লাহ তুর্কি এবং আনোয়ারা জয়া।

পরিচালক নাজমুল হাসান বলেন, ‘এই নাটকটি আমার কাছে একটু অন্যরকম। এর গল্পে প্রেম আছে, বিরহ আছে, হাস্যরস আছে, সামাজিক অবক্ষয়ের চিত্র আছে। মোটকথা, সুন্দর একটা বার্তা আছে দর্শকদের জন্য। তাছাড়া এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই শতভাগ দিয়েছেন। দর্শক সুন্দর একটা নাটক উপভোগ করবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি।’

অভিনেতা জামশেদ শামীম বলেন, ‘ভাইরাল বউ’ নাটকের গল্পটি অনেক সুন্দর। পরিচালনা অনেক ভালো ছিল। আমার সহশিল্পীরাও অনেক ভালো অভিনয় করেছেন। কাজটি করে আমি সন্তুষ্ট। দর্শকরা নাটকটি দেখে তৃপ্তি পাবেন, এটুকু বলতে পারি।’

অভিনেত্রী পূর্ণতা চৌধুরী বলেন, ‘আমার পছন্দের একটি গল্পে কাজ করলাম। এখানে সমসাময়িক সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরা হয়েছে। নাটকটি দেখলে দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আসবে যে, কোনোকিছুর প্রতি আসক্তি কতটা খারাপ হতে পারে।’

অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কি বলেন, ‘বর্তমান সময়ে ভাইরাল বা সেলিব্রেটি হতে গিয়ে অনেকেই ভুল পথে পা বাড়ায় বা কোনোকিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে। এই আসক্তি একটা জীবনের জন্য বা একটা পরিবারের জন্য কতটা ভয়াবহ হতে পারে, সেটাই এই নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমার ভাষায় অসাধারণ কাজ হয়েছে। দর্শকরা নাটকটি মন খুলে উপভোগ করতে পারবেন।’

প্রযোজক সূত্রে জানা গেছে, বর্তমানে ‘ভাইরাল বউ’ নাটকটি সম্পাদনার টেবিলে রয়েছে। খুব শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে। এরপর দেখা যাবে প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেইনড্রপ বিডি’র ইউটিউব চ্যানেলেও।

(ঢাকাটাইমস/০২ জুলাই/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :