পুতিন-মোদির ফোনালাপ

ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক সংলাপের ওপর জোর মোদির

প্রকাশ | ০২ জুলাই ২০২২, ১৩:২৭ | আপডেট: ০২ জুলাই ২০২২, ১৪:৫৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারির মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ফোনালাপ করেছেন ভারত ও রাশিয়ার প্রধানমন্ত্রী। ইউক্রেনের চলমান সংকট নিরসনে কূটনৈতিক সংলাপের উপর জোর দিয়েছেন মোদি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ হয় ভ্লাদিমির পুতিনের। সেসময় মোদিকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়েও অবহিত করেন পুতিন।

উভয় দেশের সরকারপ্রধান ফোনালাপে ২০২১ সালে পুতিনের ভারত সফরে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।  

এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, পুতিন-মোদির ফোনালাপে কৃষিপণ্য, সার এবং ওষুধসহ দ্বিপাক্ষিক সর্ম্পকোন্নয়নের মাধ্যমে বাণিজ্য কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া বৈশ্বিক বিভিন্ন বিষয় যেমন আন্তর্জাতিক শক্তি এবং খাদ্যপণ্যের বাজারও নিয়ে আলোচনা করেন তারা।

(ঢাকাটাইমস/০২জুলাই/আরআর)