গুলিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, বাস জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুলাই ২০২২, ১৩:৪৬ | প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ১৩:৪২

রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার ও স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। পথচারীকে চাপা দেয়ার একটি ঘটনায় জব্দ করা হয়েছে ঘাতক বাসটি। তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। আর সকাল ৮টার দিকে মনজিল পরিবহনের একটি বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর নামের আরেক পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকালে রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সালাউদ্দিন মিয়া বলেন, রাতে মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে লোকটি ভাসমান। আর সকালের ঘটনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় আসছেন।

সালাউদ্দিন মিয়া বলেন, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুটি ঘটনায় মামলা করা হবে। রাতের ঘটনায় কাউকে না পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। আর সকালের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সকালের ঘটনায় মনজিল পরিবহনের বাস জব্দ করা হয়েছে। কিন্তু চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি। আর রাতের ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করার চেষ্টা করছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, উভয় ঘটনায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/০২জুলাই/এএইচ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :