মণিপুরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:০০ | প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ১৩:৫৭

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রবল বৃষ্টিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, গত বুধবার মণিপুরের ননী জেলায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে।

সেসময় সেখানে ৮১ জন রেল লাইনের নির্মাণের কাজ করছিল।

শনিবার (২ জুলাই) পর্যন্ত অন্তত ১৮ জন সেনা এবং পাঁচজন বেসামরিক নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরো জানা যায়, জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত রেললাইন নির্মাণ কাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের নিকট আঞ্চলিক সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ভূমিধসের সময় তারা তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভূমিধসে নিহত প্রত্যেকে পরিবারের সদস্যদের ৫ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

আগামী দুই-তিন দিনের মধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত হতে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেল এবং রাজ্য সেনা সদস্যরা। পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্যের দুর্যোগ মোকাবেলায় নিযুক্ত বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেছে।

ভূমিধসের জায়গার আশপাশের মাটি খুবই নরম। এ কারণে উদ্ধারকর্মীদের পক্ষে নড়াচড়া করা কঠিন হচ্ছে। পাশাপাশি ভারী যন্ত্রপাতি দিয়েও উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না।

ভূমিধসের কারণে নদীর স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। এ কারণে নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসেবে স্থানীয় অধিবাসীদের পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি শিশুদের নদীর নিকটে যেতে নিষেধ করা হয়েছে।

আর ভ্রমণকারীদের ভূমিধস সংলগ্ন সড়ক এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মণিপুরে ভূমিধসের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/০২জুলাই/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :