প্রাইম ব্যাংক আই হসপিটালের উদ্যোগে গ্রীন ইউনিভার্সিটিতে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজিত

প্রকাশ | ০২ জুলাই ২০২২, ১৪:৪৯ | আপডেট: ০২ জুলাই ২০২২, ১৪:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রাইম ব্যাংক আই হসপিটালের আউটরীচ প্রোগ্রামের আওতায় গ্রীন ইউনিভার্সিটিতে দিনব্যাপী আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ওষুধ বিতরণ ক্যাম্প। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে ক্যাম্পটি আয়োজিত হয়।

দিনব্যাপী চলা এই ক্যাম্পে প্রাইম ব্যাংক আই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডা. সান ইয়াত রাব্বী প্রাথমিক চক্ষু রোগ ও এর প্রতিকার সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক আই হসপিটালের কো-অর্ডিনেটর লাবিব তাজওয়ান উৎসব, আউটরিচ এন্ড মার্কেটিং অফিসার আবদুল্লাহ হিমেল, আউটরিচ অ্যান্ড ক্যাম্পিং অফিসার রানা আহাম্মেদ, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার একেএম সাহিদুল হক সহ প্রাইম ব্যাংক আই হসপিটালের মেডিকেল টিম।

গ্রীন ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি চেয়ারপারসন মাহমুদ ওয়াহিদ, প্রফেসর ড. মো. তারেক আজিজসহ অন্যান্য শিক্ষকরা।

প্রাইম ব্যাংক আই হসপিটাল ধারাবাহিক ভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে চক্ষু সেবা ক্যাম্প পরিচালনা করে আসছে।

(ঢাকাটাইমস/১জুন/ওএফ)