সপ্তাহের দরপতনের শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ১৭:৪৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.২২ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪২ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকা

ফারইস্ট ফিন্যান্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.০২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৯৭ হাজার টাকা।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৬.৯৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

গেল দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটডে ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

(ঢাকাটাইমস/২জুলাই/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা