গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে সামান্য

প্রকাশ | ০২ জুলাই ২০২২, ১৮:১৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে দশমিক ৯২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৮৫৭ কোটি ৪১ লাখ ৪৫ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৩ হাজার ৮২২ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৫ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৮৬০ টাকার বা ৯২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৯ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই-৩০ মূল্য সূচক। গত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ০১ পয়েন্ট বা  দশমিক ১৩ শতাংশ কমে ২ হাজার ২৯৫ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৮৫ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ৯৪টির। আর ৩১টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৪৬৫ কোটি ২৩ লাখ ৬ হাজার  টাকা বা দশমিক ৬৭ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫১ লাখ ৪ হাজার ৩১৬ কোটি ৪৬ লাখ ৪ হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫১ লাখ ৭ হাজার ৭৮১ কোটি ৬৯ লাখ ১১ হাজার  টাকায়।

(ঢাকাটাইমস/২জুলাই/এসকেএস)