‘জ্ঞানের বিস্তার ঘটাতে বিতর্কের সঙ্গে থাকতে হবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ১৯:৪৬

‘সীমিত গন্ডির মধ্যে থাকলে চিন্তার বিকাশ হয় না, মানুষের জ্ঞানের বিস্তার লাভ করতে বিতর্কের মধ্যে থাকলে হবে। যুক্তি সত্যকে প্রতিষ্ঠা করে। এ জন্য আমাদের তরুণ প্রজন্মকে আধুনিক চিন্তার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

দুই দিনব্যাপী দ্বাদশ জাতীয় বির্তক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর খনিজ ‍ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী।

ফরিদপুরে কবি জসীমউদ্দিন হলে শুক্রবার শুরু হওয়া এই বির্তক উৎসব শনিবার বিকালে শেষ হয়।

ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে এই উৎসবে সমাপনীতে অতিথি হিসেবে আরো ছিলেন- সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমেদ মজুমদার, সাবেক সচিব আক্তার হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ, পল্লী কবির মেয়ে আসমা তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ প্রমুখ।

ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি অমিত ঘোষের সভাপতিত্বে অতিথিরা আরো বলেন,

তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধে চেতনা মননে ধারণ করাতে না পারে, দুষ্টুচক্র ও অপসংস্কৃতি যুবসমাজকে বিপদগামী করে তুলবে।

অমিত ঘোষ জানান, দুই দিনের এই বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে সাড়ে ৬শ, (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তিন গ্রুপের) বির্তাকিক অংশ নেন।

এই বিতর্কের প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :