টানা চতুর্থবার সাফের সভাপতি সালাহউদ্দিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ২২:৩৯

চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। অবশ্য তার সভাপতি হওয়ার বিষয়টা অনেকটা নিশ্চিতই ছিল। কেননা সভাপতি পদে তার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

নতুন করে সাফের সভাপতি নির্বাচিত হয়ে ফের ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন। আগামী বছর থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে নতুন টুর্নামেন্ট হবে বলে আশ্বস্ত করেন। এদিকে সভাপতি নির্বাচিত হলেও দুই সহ-সভাপতি পদ এখনও খালি। ভারত, পাকিস্তান ও নেপালের ফেডারেশনের সমস্যার কারণে এমনটি হয়েছে বলে নতুন সভাপতি জানিয়েছেন। তবে সেটার খুব শিগগির ফয়সালা হবে।

এদিকে ফের সাফের দায়িত্ব পেয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘২০০৯ সালে আমি যখন সাফের দায়িত্ব নিয়েছিলাম তখন সাফের মাত্র একটি টুর্নামেন্ট ছিল, সাফ চ্যাম্পিয়নশিপ । আমার এই সময় পর্যন্ত সাফের নানা পর্যায়ে ২৭ টি টুর্নামেন্ট করেছি। এর মাধ্যমে প্রমাণ হয় আমরা কতটা গতিশীল।’

(ঢাকাটাইমস/০২জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :