মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর নেতা গ্রেপ্তার

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ০৯:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

গ্রেপ্তার কে এম আমিনুল হক ওরফে রজব আলী (৬২) আলবদর নেতা ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রজব আলীকে তাদের একটি দল গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রবিবার ব্রিফ করা হবে বলে জানিয়েছেন খন্দকার আল মঈন।

কিশোরগঞ্জের অষ্টগ্রামের আলীনগর গ্রামের রজব আলীর বিরুদ্ধে একাত্তরে অষ্টগ্রাম থানা এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে।

১৯৭০ সালে ভৈরব হাজী হাসমত আলী কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্র সংঘের কলেজ শাখার সভাপতি হন রজব।

মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ভৈরবে পাকিস্তানি সেনা ক্যাম্পে অস্ত্র চালনায়  প্রশিক্ষণ নিয়ে এলাকায় ফিরে আল বদর বাহিনী গঠন করেন।

অভিযোগপত্রে বলা হয়, দেশ স্বাধীন হওয়ার সময় মুক্তিযোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন রজব। ১৯৭২ সালে তার বিরুদ্ধে দালাল আইনে তিনটি মামলা হয়েছিল, যাতে তার যাবজ্জীবন সাজা হয়। কিন্তু দালাল আইন বাতিলের সুযোগে ১৯৮১ সালে রজব ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। পরে ‘আমি আল বদর বলছি’ নামে একটি বই তিনি প্রকাশ করেন।

ওই বইয়ে রজবের মানবতাবিরোধী অপরাধের আত্মস্বীকৃতি রয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এফএ)