১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১২ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:৫০ | প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ১৬:৪১

দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি। এর ফলে এখন ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ২৫৪ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হচ্ছে।

রবিবার বিকালে এলপিজির নতুন এ দাম ঘোষণা করেছে বিইআরসি।

এ নিয়ে গত ছয় মাসে ছয় বার সিলিন্ডারের দাম সমন্বয় করল সংস্থাটি।

গত ২ জুন সর্বশেষ ১২ কেজির প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম সমন্বয় করে বিইআরসি। সেদিন ৯৩ টাকা কমিয়ে প্রতি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২৪২ টাকা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। মে মাসে তা ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়।

(ঢাকাটাইমস/০৩জুলাই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :