পল্লী সঞ্চয় ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ১৯:৩৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সম্প্রতি পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান।

মুখ্য আলোচকের বক্তৃতায় ব্যবস্থাপনা পরিচালক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংকের প্রত্যেকটি শাখা, জেলা (আঞ্চলিক) কার্যালয় এবং প্রধান কার্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা ও শুদ্ধাচার চর্চা বাস্তবায়নের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি নীতি, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকে শুদ্ধাচার এবং সুশাসন নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সততার সাথে নিরলসভাবে কর্মকর্তা-কর্মচারীদেরকে কাজ করার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক দীপংকর রায়, সিনিয়র কনসালটেন্ট নজির আহমদ, কনসালটেন্ট অসিত রঞ্জন পালসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।– বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/৩জুলাই/এসকেএস)