ভোজ্যতেলে ভ্যাট সুবিধার মেয়াদ বাড়ছে

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ১৯:৪৫ | আপডেট: ০৩ জুলাই ২০২২, ১৯:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভোজ্যতেলের দাম ক্রেতাদের নাগালে রাখতে মূল্য সংযোজন কর বা ভ্যাটের ক্ষেত্রে বিদ্যমান সুবিধার মেয়াদ তিন (৩) মাস বাড়ানো হবে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। এ ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল।

রবিবার এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে ভ্যাট সুবিধার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বিদ্যমান আছে। গত ১৬ মার্চ এ মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

গত ১৪ মার্চ ভোজ্যতেলে স্থানীয় উৎপাদন ও সরবরাহ পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর।

(ঢাকাটাইমস/৩জুলাই/বিএস/ইএস)