আগস্টে এসএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ২০:২৩
ফাইল ছবি

সারাদেশে বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে আগস্ট মাসে হতে পারে।

এর ফলে আরও পেছাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যা ২২ আগস্ট শুরু হওয়ার কথা। সাধারণত এসএসসি অনুষ্ঠিত হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে এইচএসএসি পরীক্ষা হয়।

রবিবার দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় আগস্টে এসএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

তপন কুমার বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, আমরা আজকে সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখনো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসে পরীক্ষা শুরু হতে পারে।

তবে আগস্টে পরীক্ষা শুরুর কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তারিখ নির্ধারণে ঈদের পর আলোচনায় বসবেন বলে জানান তিনি।

গত ১৯ জুন দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বন্যার কারণে ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

এদিকে আগামী ২২ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা। বন্যার কারণে এসএসসি আগস্টে হলে পিছিয়ে যাবে এ পরীক্ষাও।

এর আগে এ ব্যাপারে তপন কুমার সরকার বলেছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতির প্রয়োজন হয়। না হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। সে ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা কিছু সময় পিছিয়ে যেতে পারে।

ঢাকাটাইমস/০৩জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :