সিংড়ায় মসজিদের ভেতরে মুয়াজ্জিনকে মারধর, আটক ২

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ২০:৩৬

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে মুয়াজ্জিন ও এক মুসল্লিকে মারধরের ঘটনায় চৌগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগমের ছেলে ও স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে পৃথক দুটি জায়গা থেকে তাদের আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- আ.লীগ নেত্রীর ছেলে হাবিব আরমান ও স্বামী আব্বাস আলী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টায় তুচ্ছ ঘটনা নিয়ে চৌগ্রাম কেন্দ্রীয় মসজিদের ভেতরে মুয়াজ্জিন নিজাম উদ্দিন (৭৫)-কে মারধর শুরু করেন ইউনিয়ন আ.লীগ নেত্রীর ছেলে হাবিব আরমান। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার বড় ভাই মুসল্লি আকবর আলীকেও বেধড়ক পিটুনি দেয় আ.লীগ নেত্রীর ছেলে ও স্বজনরা। পরে মুসল্লিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আকবর আলীর অবস্থা গুরুত্বও হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিন ও মুসল্লিকে মারধর একটা অমানবিক ঘটনা। অভিযুক্তদের বিচার দাবি করেন তিনি।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আর এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :