বড় সংগ্রহের পথে ক্যারিবিয়ানরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ০১:০১

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিংয়ের অর্ধশতক ও রোভম্যান পাওয়ের ঝড়ে বড় সংগ্রহের পথে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৬৪ রান তুলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

এখন ৫৭ রানে কিং ও ৫০ রানে পাওয়েল ব্যাট করছেন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ঝড় তুলেন ওপেনার কাইল মেয়ার্স। তাসকিন আহমেদের করা ওই ওভারে তুলে নেন ১৪ রান। অবশ্য শেখ মেহেদি হাসানের করা ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন মেয়ার্স। আউট হওয়ার আগে করেন। চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে শূন্যরানে আউট হন সামারা ব্রকস।

এরপর তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করে যান ওপেনার ব্রেন্ডন কিং ও দলনেতা নিকোলাস পুরান। এ সময় দুজন মিলে তুলেন ৭৪ রান। এরপর ব্যক্তিগত ৩৪ রানে মোসাদ্দেক হোসেন সৈকতের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :