ডেনমার্কের শপিং মলে গুলির ঘটনায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:৫৬ | প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ১০:১৮

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় রবিবার ‘ফিল্ডস’ নামের একটি শপিং মলে বন্দুক হামলার ঘটনা ঘটে। ২২ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করেছে কোপেনহেগেনের পুলিশ।

শহরের পুলিশ প্রধান জানান, ওই বন্দুকধারীর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সে একাই এ হামলা করেছে বলে তাদের মনে হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় সময় ৫টা ৩৭ মিনিটে পুলিশ গুলির খবর জানতে পারে। তার ঠিক ১১ মিনিট পরেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

সামাজিক মাধ্যমে কোপেনহেগেনের মেয়র সোফি অ্যান্ডারসন বলেন, ‘আসলে কতজন মারা গেছে বা আহত হয়েছে তা আমরা জানি না। তবে ঘটনা খুবই গুরুতর।’

ডেনমার্কের সম্প্রচারমাধ্যম ডিআরের এক প্রতিবেদনে বলা হয়, শপিং মলে গুলির শব্দ শোনার পর ওই শপিং মল থেকে ১০০ জনের বেশি মানুষকে ছুটে বের হতে দেখা যায়। আহত অবস্থায় অন্তত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বন্দুক হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।

(ঢাকাটাইমস/০৪জুলাই/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :