মেঘনা ইকোনমিক জোনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

প্রকাশ | ০৪ জুলাই ২০২২, ১০:১৮ | আপডেট: ০৪ জুলাই ২০২২, ১২:৫৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৪জুলাই/ এমআই/এআর)