রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য মিয়ানমারের সরকারের প্রতি চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ১২:৪৬

মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

২০২১ সালে নোবেল বিজয়ী অং সাং সুচিকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো চীনা পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করছেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, তার দেশ মিয়ানমারের সব রাজনৈতিক দলের মধ্যে যৌক্তিক আলোচনা এবং রাজনৈতিক সংকট উত্তরণের চেষ্টা প্রত্যাশা করে।

এ ছাড়া, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার রাজনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী হবে, তার দেশ তা আশা করে।

চলতি সপ্তাহের শনিবার মিয়ানমারে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল রবিবার ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যাঞ্চলীয় বাগান শহরে ল্যানকং-মেকং কোঅপারেশন গ্রুপের সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এই বৈঠক নিয়ে গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নাইপিদোয় সংবাদ সম্মেলন করেন দেশটির সামরিক জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাওয়া মিনতুন। তিনি বলেন, এই বৈঠকে এসব পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার অর্থ হলো মিয়ানমারের সার্বভৌমত্ব ও এর সরকারের বৈধতা স্বীকার করা।

অং সান সুচিকে ক্ষমতাচ্যুতের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের অবনতি হয়। পরে দেশটি চীন ও রাশিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ে।

গত এপ্রিলে, বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করবে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :