ঘুষের টাকাসহ ধরা: কক্সবাজারের সেই সার্ভেয়ার ৫ দিনের রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৬:০৯ | প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ১৫:৫২

ঘুষের টাকাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে আটক কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার মো. আতিকুর রহামানকে দুদকের মামলায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার তার রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা।

মানিলন্ডারিং ও দুর্নীতি দমন কমিশন আইনে রবিবার তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুদকের মামলায় সার্ভেয়ার আতিকুরকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড আবেদন করেন দুদক কর্মকর্তা। সেই আবেদনের প্রেক্ষিতে তার পাঁচদিনের আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. আতিকুর রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘দুর্নীতি ও ঘুষ’ গ্রহণের মাধ্যমে ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা অজন করেন।

অভিযোগে আরও বলা হয়, বিমানবন্দরে তার কাছ থেকে জব্দ করা অর্থ তার আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একই সঙ্গে তিনি অর্থের উৎস গোপন করার উদ্দেশে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা করেন, যা মানিলন্ডারিং ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

গত শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুরকে আটক করে বিমানবন্দর পুলিশ। এসময় তার কাছ থেকে ওই টাকা জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এসআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পুলিশের সোর্স হত্যা: পলাতক দুই আসামি গ্রেপ্তার

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :