বাবুল আক্তারের দুই ছেলে মেয়েকে জিজ্ঞাসাবাদ করল পিবিআই

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ২০:০৮

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় তাদের দুই ছেলে-মেয়েকে মাগুরায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই। মাগুরা জেলা সমাজ সেবা অফিস কার্যালয়ে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১৬ সালের ৫ জুন সকালে বন্দরনগরী চট্টগ্রামে বাবুলের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের শিকার হন। তাদের বাবা সাবেক পুলিশ সুপার বাবুল স্ত্রী হত্যার মামলার বাদী থেকে খুনের আসামি হয়ে এখন কারাগারে।

হাইকোর্টের নির্দেশে জেলা সমাজসেবা অফিসারের কক্ষে শিশু দুটিকে দাদা আব্দুল ওয়াদুদ মিয়ার উপস্থিতে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক।

মাগুরা জেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের নিদের্শনা পালন করে বাবুল আক্তার ও মিতু দম্পত্তির দুই ছেলে-মেয়েকে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ সকলের সামনে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করেছি।’

মিতু হত্যাকাণ্ডের সময় পদোন্নতি পেয়ে সদরদপ্তরে যোগ দিতে ঢাকায় ছিলেন স্বামী তখনকার পুলিশ সুপার বাবুল। তার ঠিক আগেই চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে ছিলেন তিনি।

মিতু হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন বাবুল আক্তার। মিতু হত্যার কয়েক মাস পর পুলিশের চাকরিও ছাড়তে হয় তাকে। তবে মামলার তদন্ত করতে গিয়ে খোদ বাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় পিবিআই।

২০২১ সালের মে মাসে ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এরপরই জামাতা বাবুলকে আসামি করে নতুন একটি হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। ওই মামলায় গ্রেপ্তার বাবুল এখন কারাগারে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :