শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন

প্রকাশ | ০৫ জুলাই ২০২২, ০৮:৩৪ | আপডেট: ০৫ জুলাই ২০২২, ১৩:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন। 

মঙ্গলবার সকাল সোয়া ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

একটি কোম্পানির কাছে পাওনা প্রায় সোয়া কোটি টাকা না পেয়ে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দেন কুষ্টিয়ার কুমারখালী থানার পান্টি গ্রামের এই ঠিকাদার। 

বিকাল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের মুখমণ্ডলসহ ৯০ শতাংশ  পুড়ে গিয়েছিল বলে শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আয়ুব হোসেন জানিয়েছেন। 

হাসপাতালে নেওয়ার সময় তাকে উদ্ধারকারী সাংবাদিক মাহমুদ আলীকে গাজী আনিস বলেছেন, তিনি হেনোলাক্স কোম্পানির কাছ থেকে এক কোটি ২৬ লাখ টাকা পাবেন।  ওই কোম্পানি পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে গত চার মাস আগে তিনি মানববন্ধনও করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।

(ঢাকাটাইমস/০৫ জুলাই/এফএ)