ট্রেনে ঈদ যাত্রা: স্বস্তিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

পুলক রাজ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ১৩:৪২

ঈদ যাত্রা মানে রেল স্টেশনে ভিন্নরূপ। খাবারের বগি থেকে ছাদ পর্যন্ত তিল ধারণের ঠাঁই থাকে না কোথাও। টিকিটে সিট থাকা সত্বেও নির্দিষ্ট সিটে পৌঁছানো একটি যুদ্ধ। তবে এবার ভিন্নতা এসেছে এই ঈদের যাত্রায়। নির্ধারিত সিটে বসে স্বস্তিতে ঘরমুখী হচ্ছেন যাত্রীরা।

সোমবার(৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার প্রথম দিনে এমন চিত্র দেখা গেছে।

প্রতিবছর ঈদ যাত্রাকে কেন্দ্র করে কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে। ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীরাও উদ্বিগ্ন থাকেন ভ্রমণে ভিড় সামলানো নিয়ে। তবে এবার সেই আশঙ্কা কাটিয়ে স্বস্তির কথা বললেন যাত্রীরা।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ছেড়ে যাওয়া জামালপুর অভিমুখী যমুনা এক্সেপ্রেসের যাত্রী আরিফ মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘গত ১ জুলাই অনেক কষ্ট করে একটা টিকিট কেটেছি। প্রতিবছর সিট থাকার পরেও অতিরিক্ত যাত্রীর চাপে অনেক ধাক্কাধাক্কি করে সিটে বসতে হতো। সেই ভোগান্তির কথা চিন্তা করে এবার ২ ঘণ্টা আগেই বসে আছি। এখন ট্রেন ছেড়ে যাচ্ছে খুব আরামেই যেতে পারছি কোনো চাপই নেই। এটা জানলেতো এতো আগে আসতাম না।’

অগ্নিবীণা এক্সপ্রেসের খাবার সরবরাহকারী কালাম মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘প্রতিবছর এই দিনে ব্যাপক চাপ থাকে। আমরা খাবার নিয়ে যাত্রীদের কাছে যেতে পারি না। কিন্তু এই ঈদে হঠাৎ ফাঁকা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার চাপ বাড়বে।’

ঈদ যাত্রার এমন চিত্রের কথা জানতে চাইলে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার ঢাকা টাইমসকে বলেন, ‘সিটের অতিরিক্ত যাত্রী বহনে আমরা এবার কিছুটা কমিয়ে দিয়েছি। ১ নম্বর গেটেও আমাদের টিকিট কর্মকর্তারা তৎপর রয়েছেন। আপনারা দেখবেন তারা টিকিট ছাড়া স্টেশনের ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না।

(ঢাকাটাইমস/০৫ জুলাই/পিআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :