ব্যাংকক ফিরে গেলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:৩৯ | প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ১৫:৫৬

আবার থাইল্যান্ডের ব্যাংকক ফিরে গেরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

আজ মঙ্গলবার বেলা ১টা ৩৫ মিনিটে হরেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের পথে রওনা করেন তিনি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহী সাদ ও পুত্রবধূ মহিমা সাদ।

চিকিৎসার জন্য প্রায় আট মাস ব্যাংককে অবস্থান শেষে গত ২৭ জুন দেশে ফেরেন রওশন এরশাদ। ওঠেন হোটেল ওয়েস্টিনে। সেখান থেকেই তিনি জাতীয় সংসদে গিয়ে বাজেট পাসের অধিবেশনে যোগ দেন।

বাংলাদেশে গত আট দিন অবস্থানের সময় বিরোধীদলীয় নেতা হোটেল ওয়েস্টিনেই অবস্থান করেন। আজ ব্যাংককের উদ্দেশে রওনার সময় ওয়েস্টিন হোটেলে তাকে বিদায় জানান সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি সালাউদ্দিন মুক্তি, পার্টির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী প্রমুখ।

ঢাকায় অবস্থানকালে গত ২ জুলাই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মতবিনিময়ে ডেকেছিলেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তবে সেই অনুষ্ঠানে যাননি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ শীর্ষনেতারা। মঙ্গলবার বিদায়ের দিনে জিএম কাদের, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলাসহ পার্টির সিনিয়র নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।

বার্ধক্যজনিতসহ বিভিন্ন অসুখে আক্রান্ত রওশন এরশাদ উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকে যান।

(ঢাকাটাইমস/৫জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :