টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারে জমি পেল বাফুফে

অত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বন্দর নগরী কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ২০ একর জমি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গতকাল সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয় বরাদ্দকৃত জমির বাফুফের হাতে হস্তান্তর করেছে।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফার রিজিওনাল অফিস ডেভলপমেন্ট ম্যানেজার প্রিন্স রুফুসও। এছাড়াও ছিলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলী রেজা, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ, সদস্য বিজন বড়ুয়া প্রমুখ।
এ বিষয়ে কথা বলতে গিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘অত্যাধুনিক এই টেকনিক্যাল সেন্টারে ফুটবলের আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। এটার নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশ দলকে আর অন্য কোথাও অনুশীলন করতে হবে না। এখানে সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় দল অনুশীলন করতে পারবে। বিভিন্ন বয়সভিত্তিক দলের আবাসিক অনুশীলনের ব্যবস্থাও থাকবে এখানে।’
উল্লেখ্য, এই টেকনিক্যাল সেন্টার স্থাপনের জন্য প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ফিফার পক্ষ থেকে।
(ঢাকাটাইমস/০৫জুলাই/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব

বেটউইনার না ছাড়লে সাকিবের জন্য বিসিবির দরজা বন্ধ

শেষ ম্যাচে সান্ত্বনার বড় জয় বাংলাদেশের

বড় জয়ের পথে বাংলাদেশ

৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের

এবার অভিষিক্ত ইবাদতের জোড়া আঘাত

দুই ওভারে দুই উইকেট নেই জিম্বাবুয়ের

বিজয়-আফিফের ফিফটিতে বাংলাদেশের ২৫৬

আফিফের ফিফটি, দুই শ পেরোল বাংলাদেশ
